এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসার ৫ লাখ শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ অনুদানবন্টনকারী ব্যংকে পাঠানো হয়নি আজ রোববারও (২৩ জুলাই)। অথচ বাজেট থেকে প্রয়োজনীয় টাকা ছাড়ের সরকারি আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ আদেশ পাওয়া যায়।
শিক্ষা অধিদপ্তরের একজন উপ-পরিচালক রোববার (২৩ জুলাই) দৈনিকশিক্ষাডটকমকে বলেন, চেষ্টা করেছি চেক ছাড় করানোর তবে, পারলাম না।
মাদ্রাসা অধিদপ্তরের একজন পরিচালক নাম না প্রকাশের শর্তে বলেন, চেক ব্যাংকে পাঠাতে পারলাম না।
জানা যায়, অবসর ও কল্যাণ ফান্ডের জন্য আগের মতোই মোট ৬ শতাংশ টাকা জুন মাসের বেতন থেকে চাঁদা হিসেবে কর্তন করার অনুমোদন দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি বিভাগের সচিবদ্বয়।
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ লাখ। জুনের বেতন জুলাইয়ের ২৩ তারিখেও না পাওয়ায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন।