নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে নিয়ে কটূক্তি করার অভিযোগে রতন কুমার (২০) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রতনের শাস্তির দাবিতে উপজেলার আবেদ মোড়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ মুসল্লিরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে এরশাদ মোড়ে গিয়ে শেষ হয়।
আটক রতন কুমার উপজেলার টিটিয়া শিং পাড়া গ্রামের হরিপদের ছেলে ও ঈশ্বরর্দী সাঁড়া মাড়োয়ারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
মানববন্ধনে উপস্থিত থাকা মাজেদুর রহমান সুজন দৈনিক শিক্ষাডটকমকে জানান, ‘রতন কুমার তার নিজের ফেসবুক আইডিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে মিথ্যা ও অশ্লীল লেখা পোস্ট করে। যা গত ২৮ জুন সকালের দিকে আমাদের নজরে আসে। পোস্টটি আমাদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে। এ খবর ভাইরাল হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে এবং তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে লালপুর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হনে এমন অশ্লীল পোস্টের প্রতিবাদে এবং ওই ছাত্রের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকার কয়েকশত মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
তিনি আরও জানান, অনুষ্ঠান চলাকালে পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার আমাদেরকে ওই ছাত্রের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাজেদুর রহমান সুজন, হাফেজ মাসুম, আজিজুর রহমান প্রমুখ।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, ওই ঘটনার সাথে জড়িত রতন কুমারকে গতকাল (২৮ জুন) আটক করা হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সুপার (ক্রাইম) আকরাম হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানসহ নিজে ঘটনাস্থলে উপস্থিত আছেন বলে জানান তিনি।