শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী

শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষার্থীদের মা-বাবাকে তাদের বন্ধু হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা তাদেরকে সময় দেবেন। তাদেরকে উৎসাহ দেবেন। অনুপ্রেরণা মানুষকে অনেকদূর এগিয়ে নিয়ে যায়। তাই সন্তানের বড় বন্ধু তার মা-বাবা। সন্তানদের সঠিক ভাবে পরিচর্যা করলে তারও একদিন অনেক ভালো কিছু করবে-যা মা-বাবারা কল্পনাও করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে..

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষার্থীদের মা-বাবাকে তাদের বন্ধু হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা তাদেরকে সময় দেবেন। তাদেরকে উৎসাহ দেবেন। অনুপ্রেরণা মানুষকে অনেকদূর এগিয়ে নিয়ে যায়। তাই সন্তানের বড় বন্ধু তার মা-বাবা। সন্তানদের সঠিক ভাবে পরিচর্যা করলে তারও একদিন অনেক ভালো কিছু করবে-যা মা-বাবারা কল্পনাও করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিয়েছেন বলে দেশে শিক্ষার হার বেড়েছে। শিক্ষা ছাড়া জাতি এগুতে পারেনা। তাই আমাদের লেখাপড়া শিখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর রিকাবিবাজারের নজরুল অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । সিলেট সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খান প্রমুখ।