ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে বর-কনেসহ অন্তত ১০০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৫০ জন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অগ্নিকাণ্ডের আগে নাচছিলেন দুর্ঘটনায় মারা যাওয়া বর ও কনে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, বর ও কনে নাচছিলেন সে সময় আতশবাজি ফুটানো শুরু হয়। এরপর সেখান থেকে সিলিংয়ে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের পর আমরা কিছু দেখতে পারছিলাম না। দম বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা জানতাম না কীভাবে বের হতে হবে। আরো পড়ুন: ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত শতাধিক
এদিকে ইরাকের নিনভেহ প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ দুবারদানি জানিয়েছেন, আগুনে বর ও কনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের নিনভেহ অঞ্চলের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, মৃত্যু ও আহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে এখনও জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়বে।