দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল কলেজে পৃথক দুটি আবাসিক ভবনে কলেজটির ১ হাজার ৬০০ জনের বেশি শিক্ষার্থী ক্লাস করে। দুটি ভবনের একটি আটতলা এবং অন্যটি ছয় তলার। দুটি ভবনেই রয়েছে মাত্র পাঁচ ফুট প্রশস্ত সিঁড়ি। অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এই সিঁড়ি ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গত বছর তাদের সর্বশেষ পরিদর্শন প্রতিবেদনে ২০০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। তবে কলেজের অধ্যক্ষ মাকসুদ উদ্দিন দাবি করেন, তাদের প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঝুঁকি রয়েছে কর্তৃপক্ষ তাদের সেটি জানায়নি। তিনি বলেন, আমাদের প্রতিটি তলায় অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে। ছাদে একটি রিজার্ভ পানির ট্যাংকও আছে।
রাজধানীর যে ৭২০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে সম্ভাব্য অগ্নিঝুঁকির জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এটি তার একটি। ফায়ার সার্ভিস ২০১৭ থেকে ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত পাঁচ বছর ধরে ঢাকার ৮০১টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে খুঁজে পেয়েছে। বাকি ১৬টি প্রতিষ্ঠানে সন্তোষজনক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।