রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় ইয়াসিন (৭) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বেলা ১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুর ৩ নম্বর গলিতে বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালে নিয়ে আসা তার বাবা মো. রাসেল জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের কুলারচর থানার আগারপুর গ্রামে। বর্তমানে রসুলপুর ৩ নম্বর গলিতে একটি বাসায় থাকেন। স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ইয়াসিন।
তিনি আরও জানান, দুপুরে ইয়াসিন বাসার সামনে গলিতে খেলছিল। তখন একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।