দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বুধবার সকালে পরিদর্শনে আসেন বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম।
এ সময় কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসসহ অন্যান্য শিক্ষকেরা, এডিসির এপিএস অনুজ কুমার ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এডিসি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, রূপা চৌধুরী লাইব্রেরি, স্বপন দাশ অডিটোরিয়াম ভবন, শেখ রাসেল আইসিটি ভবন পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও বঙ্গবন্ধু পুষ্প কানন, নান্দনিক টেরাকোটা সমৃদ্ধ শহীদ মিনার, শেখ রাজিয়া নাসের, শেখ হেলাল উদ্দীন এমপি, কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাসের ম্যুরাল ও বিশাল খেলার মাঠ দেখে বিমোহিত হন।
কলেজ পরিদর্শন করে পরিদর্শন খাতায় মন্তব্য শেষে তিনি বলেন, বাগেরহাটে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় আমি বিমোহিত। এখানে আসলে মন ভালো হয়ে যায়। আজকের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের উপরে শিক্ষা দেয়াটা খুবই জরুরি। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।