সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলীর এমপিও স্থগিতের খবরটি সত্য নয়। গতকাল শনিবার থেকে কারো কারো ফেসবুকে এমপিও স্থগিত সংক্রান্ত একটি কথা ছড়ানো হচ্ছে। এমন প্রেক্ষাপটে আজ রোববার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ-এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এমপিও স্থগিত করে অধিদপ্তর থেকে কোনো আদেশ বা চিঠি হয়নি। কলেজটির সব কাগজপত্র চাওয়া হয়েছে। যাচাই-বছাই শেষে সিদ্ধান্ত দেওয়া হবে।
জানা যায়, হাইকোর্টের ২০১০ খ্রিষ্টাব্দের এক আদেশ বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক তদন্তে সুজাত আলী চাকরি সঠিক রয়েছে মর্মে প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদন শিক্ষা অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
জানতে চাইলে অধ্যক্ষ সুজাত আলী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে কলেজটি চালিয়ে আসছি।