ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্কুলের শিক্ষার্থীরা।
সোমবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে স্কুল প্রাঙ্গণে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক প্রিন্সিপালের পদত্যাগ’, ‘স্বৈরাচারের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘স্বৈরাচার প্রিন্সিপাল, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় শিক্ষার্থী মুনিয়া মাসুম জাগো নিউজকে বলেন, আমাদের প্রিন্সিপাল একজন স্বৈরাচারের দালাল। তিনি সবসময় স্বৈরাচারী সরকারের গোলামি করেছেন। আমরা শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে গতকালকেও আন্দোলন করেছি। আজকেও আমরা দাঁড়িয়েছি। যতক্ষণ না আমাদের স্কুল দালালমুক্ত হবে ততক্ষণ আমরা ক্লাসে ফিরে যাবো না।