বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শীর্ষ সংগঠন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) গত সোমবার অনুষ্ঠিত তাদের ১০ম বার্ষিক সাধারণ সভায় অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেনকে ফেলো হিসেবে নির্বাচিত করে। এই মর্যাদাপূর্ণ সম্মাননা পদার্থবিজ্ঞানে তার গুরুত্বপূর্ণ অবদান এবং বাংলাদেশ ও এর বাইরে বৈজ্ঞানিক মেধাকে স্বীকৃতি দেয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. হোসেন ১৯৯৮ খ্রিষ্টাব্দে যুক্তরাজ্যের লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় সুপারকন্ডাক্টর, ন্যানোস্ট্রাকচার্ড ফেরাইটস, ফেরোইলেক্ট্রিক্স, মাল্টিফেরোইকস, ডাইলিউটেড ম্যাগনেটিক সেমিকন্ডাক্টর, অপটোইলেক্ট্রনিক ম্যাটেরিয়ালস এবং ন্যানোক্রিস্টালাইন অ্যালয়। তিনি ১৩ জন পিএইচডি, ৪৭ জন এমফিল এবং ২৬ জন এমএসসি শিক্ষার্থীর থিসিস তত্ত্বাবধান করেছেন। বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে তার ১৩৮টি পূর্ণদৈর্ঘ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
প্রফেসর হোসেন বৈজ্ঞানিক জার্নালগুলোতে একটি উল্লেখযোগ্য প্রকাশনা রেকর্ড সংগ্রহ করেছেন, যা তার গবেষণার ক্ষেত্রে একজন উদীয়মান গবেষক হিসেবে তার পাণ্ডিত্য নির্দেশ করে।