পরীমণি ও সিয়াম জুটির “অ্যাডভেঞ্চার অব সুন্দরবন” সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৩ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুহম্মদ জাফর ইকবালের “রাতুলের রাত, রাতুলের দিন” উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি তৈরি করা হয়েছে।
সিনেমাটিতে মুহম্মদ জাফর ইকবালের লেখা প্রথম গানও থাকবে। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে “আয় আয় সব তাড়াতাড়ি” শিরোনামের গানটি মুক্তি পাবে। এতে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়িতা দত্ত।
গানটি মুক্তির বিষয়ে সিনেমাটির নির্মাতা আবু রায়হান জুয়েল বলেছেন, “জাফর ইকবাল স্যারকে সিনেমাটির জন্য একটি গান লিখতে অনুরোধ করেছিলাম। প্রথমে, তিনি রাজি হননি; পরে রাজি হন। অবশেষে আজ রাতেই গানটি প্রকাশ হচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
এর আগে সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, “সবকিছু প্রস্তুত হওয়ার পরও এ বছর আমার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' রিলিজ দিতে পারছি না। কারণ বাচ্চাদের এসএসসি ও ফাইনাল পরীক্ষা সামনে। সিনেমাটি শিশুদের জন্য নির্মিত। তারাই যদি সিনেমাটি দেখার সময় ও সুযোগ না পায় তাহলে আমার দুই বছরের পরিশ্রম সার্থক হবে না।”
সিনেমাটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। সিনেমায় সিয়াম-পরীমণি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।