দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনকে রাজধানীর মুগদা মেডিক্যালে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৫ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ডা. রুবীনা ইয়াসমিনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, ‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৬ মে ২০২৪ তারিখের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ২৭ মে ২০২৪ তারিখ তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ট রিলিজ) বলে গণ্য হবেন।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।
শহীদ তাজউদ্দিন মেডিক্যালে পদায়ন হওয়ার আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন। এর আগেও তিনি মুগদা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন।