ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকার সব সরকারি কর্মচারী, তফসিলি ব্যাংক, মোবাইল কোম্পানির ও কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ‘আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা নিম্নোক্ত স্বাভাবিক ব্যক্তি করদাতাগণের ইলেক্ট্রনিক মাধ্যমে অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিল।’
অনলাইনে রির্টান দালিখ বাধ্যতামূলক যাদের: ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সকল সরকারি কর্মচারীগণকে অনলাইনে আয়কর রির্টান দাখিল বাধ্যতামূলক।
সকল তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী এবং সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলাতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
এ ছাড়া ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরও একইভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।