অনলাইনে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের সকল প্রকার ফি এবং চার্জ প্রদানে সোনালী ব্যাংক পিএলসি ও ববি কর্তৃপক্ষের মধ্যাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১ লা অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়তনে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।
এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের যেকোনো প্রান্ত থেকে সকল প্রকার ফি এবং চার্জ ব্যাংকিং চ্যানেলে অনলাইনে দিতে পারবেন । চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং সোনালী ব্যাংকের পক্ষে বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার স্বাক্ষর করেন।
এ সময় সোনালী ব্যাংকের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের পরিবহনের জন্য দুটি বাস, গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রবর্তন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের দাবি করেন উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। শিক্ষার্থীদের ফি এবং চার্জ অনলাইনে গ্রহণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই দাবি তোলেন উপাচার্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার, প্রক্টর ড. খোরশেদ আলম, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, কর্মকর্তা পরিষদের সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সোনালী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে এটিএম বুথ উদ্বোধন করা হয়।