দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর : গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্টোর রুমের তালা ভেঙে অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ১০ বস্তা উত্তরপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বাসন থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। এছাড়া চুরি যাওয়া কিছু খাতা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ওই ছাত্রের নাম অনীক। তিনি একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
গতকাল শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক সহযোগী অধ্যাপক ইফফাত আরা।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশের স্টোর রুমের মধ্যে রাখা আমার অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষা-২০২২ রাষ্ট্রবিষয়ের পরীক্ষার ৩৯ বস্তা উত্তরপত্র স্টোর রুমে তালাবদ্ধ অবস্থায় ছিল। গত ২১ মার্চ বিকেলে স্টোর রুমে তালা সঠিকভাবে লাগানো ছিল। ২২ মার্চ শুক্রবার দুপুরে ২টার দিকে কলেজের নিরাপত্তা প্রহরী সুশীল ও নিরঞ্জন কলেজের অধ্যক্ষকে জানায়, স্টোর রুমের তালা ভেঙে কে বা কারা উত্তরপত্র চুরি করেছে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ বস্তা পরীক্ষার উত্তরপত্র চুরি ঘটনা নিশ্চিত হন অধ্যক্ষ।
মামলার বাদী কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরীক্ষক সহযোগী অধ্যাপক ইফফাত আরা বলেন, ‘শুক্রবার জুমার পর খবর পাই স্টোর রুমের তালা ভেঙে কে বা কারা আমাদের খাতাগুলো নিয়ে গেছে। পরে প্রিন্সিপাল স্যার, আমরা সবাই যাই, পাশাপাশি পুলিশে খবর দেয়া হয়। পরে আমরা দেখি ১০ বস্তা খাতা চুরি গেছে। কোনো বস্তাতে ২৫০টি উত্তরপত্র, কোনো বস্তাতে ২৮০টি আবার কোনো বস্তাতে ৩০০ থেকে ৩৫০টি উত্তরপত্র ছিল।’
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মো. বিএম আব্দুল হান্নান জানান, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে বিজ্ঞান ভবনের নিচ তলায় একটি স্টোরের মতো আছে। সেখানকার তালা ভেঙে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এলে কলেজেরই এক ছাত্র একটি অটোরিকশা দিয়ে ১০ বস্তা খাতা নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে। পরে ওই ছাত্রকে পুলিশ আটক করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, ‘খাতা চুরির ঘটনায় অনিক নামে অনার্স পড়ুয়া ওই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কারা জড়িত তা তদন্ত করে বের করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খাতা চুরির ঘটনায় একজন আসামি গ্রেফতার করা হয়েছে, ১০ বস্তা খাতা উদ্ধার করা হয়েছে। তাকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’