এসএসসি ও সমমানের পরীক্ষায় বুধবার ২৫ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন সারাদেশের ১৫ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের পৌরনীতি ও নাগরিকতা, গার্হস্থবিজ্ঞান, মানতিক, উর্দু, ফার্সি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা। তবে এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের কোনো পরীক্ষা ছিলো না।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। বুধবার পরীক্ষা ছিলো ৯ লাখ ৮৪ হাজার ৩৮৮ জনের। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৫৮ হাজার ৯৬৭ জন। অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৪২১ জন। ১২ হাজার ৮২০ জন এসএসসি পরীক্ষার্থী এবং ১২ হাজার ৬০১ জন দাখিল পরীক্ষার্থী এদিন পরীক্ষা দেননি।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসি পরীক্ষায় অংশ নেন ৭ লাখ ২২ হাজার ৫২৩ জন ও দাখিল পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন।
জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৩ হাজার ৪২ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৪৮৮ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ২৫২ জন, যশোর বোর্ডের ১ হাজার ৮২৬ জন, চট্টগ্রাম বোর্ডের ৯৪৯ জন, সিলেট বোর্ডের ৯২৫ জন, বরিশাল বোর্ডের ৮১৮ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৬০৫ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৯১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি ও সমমান পরীক্ষার বুধবার বহিষ্কৃত হয়েছেন ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী। এদের মধ্যে এসএসসি পরীক্ষার বহিষ্কার হয়েছেন ৩ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা বহিষ্কৃত হয়েছেন ১২ জন।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন ও দিনাজপুর বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপর কুমার সরকার জানিয়েছেন, সন্তোষজনকভাবে বুধবার সব বোর্ডেই এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার এসএসসির জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন এদিন দাখিলের ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের ট্রেড-১ (দ্বিতীয় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।