অনুমতি ছাড়া স্কুল-কলেজে কোনো ধরনের টিকাদান কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর বলছে, স্কুল-কলেজের বেসরকারি পর্যায়ের কোনো ভ্যাক্সিনেশন করার জন্য ঔষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন থাকা আবশ্যক। তাই ঔষধ প্রশাসন বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ধরণের ভ্যাক্সিনেশন প্রোগ্রাম স্কুল-কলেজে আয়োজন না করার নির্দেশ দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার আদেশটি প্রকাশ করেছে অধিদপ্তর। আদেশটি সব সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
গতকাল সোমবার অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, দেশের স্কুল-কলেজে বেসরকারি পর্যায়ে কোনো ধরণের ভ্যাক্সিনেশন করার জন্য বলা হলে এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পুর্বানুমোদন থাকা আবশ্যক। ঔষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরে পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের ভ্যাক্সিনেশন প্রোগ্রাম স্কুল-কলেজে না করার জন্য নির্দেশক্রমে বলা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।