অনুমোদনহীন কোনো স্থানে হাট বসালে পশুসহ মালিককে ধরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
শুক্রবার (৭ জুন) সকালে কুরবানির পশুর হাটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিং একথা জানান তিনি। বলেন, প্রতিটি হাটের নিরাপত্তার জন্য আলাদা আলাদা সমন্বয় টিম গঠন করা হয়েছে। এছাড়া রাজধানীর প্রতিটি প্রবেশ পথে পুলিশ পাহারা থাকবে।
এক হাটের গরু আরেক হাটে জোর করে নেয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এ সময় রাস্তায় পশুর হাট বসানো নিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ ব্যাপারে প্রত্যেক হাটের ইজারাদারকে নির্দেশ দেয়া হয়েছে। রাস্তা বন্ধ করে পশু নামালে বা রাখা হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনলাইনে প্রতারণা ঠেকাতে সাইবার মনিটরিং টিম রাখা হয়েছে বলেও জানান তিনি।