অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের অনেকগুলো বেসরকারি বিএড কলেজের অনুমোদন ও লাইসেন্স নবীকরণ স্থগিতের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সম্প্রতি রাজ্যপাল রাজভবনে অ্যান্টি করাপশন সেল খুলেছেন। এই সেলে দুর্নীতি সংক্রান্ত নানা অভিযোগ জমা পড়েছে। এই সব অভিযোগের মধ্যে অনেক অভিযোগ রয়েছে বেসরকারি বিএড কলেজে অর্থ উৎকোচ নিয়ে নানা অনৈতিক কাজের।
তারই ভিত্তিতে রাজ্যপাল অনেকগুলো বেসরকারি বিএড কলেজের লাইসেন্স নবীকরণ স্থগিতের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে রাজ্যপাল জানিয়েছেন, বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তার কাছে অভিযোগ এসেছে। বিশেষ করে একাধিক বেসরকারি বিএড কলেজে অর্থেও বিনিময়ে বেআইনি কাজ হচ্ছে বলে তিনি অভিযোগ থেকে জানতে পেরেছেন। এর পরেই রাজ্যপাল তদন্তের নির্দেশ দিয়েছেন। ততোদিন পর্যন্ত লাইসেন্স স্থগিত থাকবে। তদন্ত শেষ হলেই তাদের কাজ করতে অনুমতি দেয়া হবে।
রাজ্যপাল আরো জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক সংস্কৃতি ছাত্রদেরও উপর কুপ্রভাব ফেলছে। এই জিনিষ বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, বিধি মেনে স্বচ্ছতার ব্যাপারেও সন্তোষজনক পদক্ষেপ করলে তবেই অনুমোদন ফেরত দেয়া হবে।