পিরোজপুরের নাজিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ৫০ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মো. রফিকুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে উপজেলার ভাইজোড়া গ্রাম থেকে আটক করা হয়। এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ওই ছাত্রী উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের একটি স্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন (ফল প্রত্যাশী)। আর অভিযুক্ত রফিকুল ইসলাম একই ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে ও সাবেক নৌ বাহিনীর সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
রফিকুল ইসলাম ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. অসিকুল ইসলাম।
মামলা ও ওই ছাত্রীর পরিবারের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, গত ৫ জুন বিকেলে ওই ছাত্রী একই এলাকায় তার খালা বাড়িতে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত রফিকুলসহ ২-৩ জনে তাকে অপহরণ করে মোটরসাইকেলে করে নিয়ে যায়। পরে একটি কাগজে ভুয়া বিয়ের কাবিন দেখিয়ে তাতে স্বাক্ষর করাতে বাধ্য করেন। তাকে প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় একটি বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির দৈনিক শিক্ষাডটকমকে জানান, সোমবার ভুক্তভোগীকে নিয়ে অভিযুক্ত রফিকুল মোল্লা উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামের ফরাদ হোসেনের বাড়িতে অবস্থান করেছিলেন। এ তথ্য পেয়ে ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে।