দৈনিকশিক্ষাডটকম, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে স্কুলছাত্রীকে অপহরণের নয় দিন পর তাকে নরসিংদীর শিবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
এই ঘটনায় করা মামলার প্রধান আসামি রাসেল হোসেন অপুসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পলাতক চার আসামি।
স্বজন ও এলাকাবাসী জানায়, দেড়মাস আগে ভুক্তভোগী ছাত্রী স্কুলের ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে ঢাকা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসেন। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নৌকা মার্কার নির্বাচনী স্লোগান দিয়ে ২০-২৫ জন যুবক মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে। প্রধান আসামি রাসেল হোসেন অপুর নেতৃত্বে ৮-১০ জন ঘরে ঢুকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ছাত্রীর মা, ভাইসহ অন্যদের অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে। এ সময় তাদের বাধা দিলে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ত্যাগ করে। ঘটনায় পরদিন ছাত্রীর মা বিবি ফাতেমা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় রাসেল হোসেন অপুকে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মামলার প্রধান আসামী রাসেল হোসেন অপুসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ছয়জন গ্রেফতার হলো।