আরো এক বছরের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রেড-১ কর্মকর্তা অধ্যাপক নেহাল আহমেদ। রোববার সকালে তিনি নতুন করে ডিজি হিসেবে কাজে যোগদান করেছেন। দুপুরে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
গত বৃহস্পতিবার তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ইংরেজির স্বনামধন্য অধ্যাপক নেহাল আহমেদের শেষ কর্মদিবস ছিলো ৯ এপ্রিল। সেদিন থেকে পদটি শূন্য ছিলো। রোববার তিনি ফের যোগদান করেন।
এর আগে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন। সব দায়িত্বেই তার সাফল্য সর্বজনবিদিত।
উল্লেখ্য, ২০০১ খিষ্টাব্দের অক্টোবরে বিএনপি-জামায়াত সরকার গঠন করেই নেহাল আহমেদকে ঢাকার বাইরে প্রত্যন্ত এলাকার কলেজে বদলি করে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই জনপ্রিয় অধ্যাপক ২০০৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে ঢাকা কলেজে বদলি হয়ে আসতে পেরেছিলেন।