সরকারের পদত্যাগের এক দফা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বিএনপির ঘোষিত নবম দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনার সামনে থেকে শুরু করে আবাহনী মাঠ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এ সময় মিছিলের নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আল মামুন, লিজা ইসলাম, ছাত্রনেতা আল আমিন বাবলু, যুগ্ম সম্পাদক মীর মাহমুদুল হাসান আকাশ, সেলিম রেজা, তানজিরুল ইসলাম তুহিন, সুলতানা আক্তার মীম, খালিদ হাসান হৃদয়, মো. মিরাজ হোসেন, মো. জামাল, সহসাংগঠনিক সম্পাদক, শাহানুর রহমান সিফাত, সহ-নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান, ইউডা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাকিব হোসেন, নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম ইভান, ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ওসমান শেখ, যুগ্ম আহ্বায়ক আরিফ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, সদস্য সচিব রিফাত হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ, ছাত্রনেতা, আল আমিন খান, নাইমুল হাসান ইমন, ইফতিখার হাসান টিপু, নাঈম, আরিয়ান ইসলাম জুয়েলসহ প্রমুখ।