অবৈধ প্রধান শিক্ষক হিসেবে ৯৬ মাস ধরে বেতন উত্তোলন - দৈনিকশিক্ষা

অবৈধ প্রধান শিক্ষক হিসেবে ৯৬ মাস ধরে বেতন উত্তোলন

গাইবান্ধা প্রতিনিধি |

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে ৯৬ মাস ধরে বেতনভাতা উত্তোলন করে আসছিলেন। সম্প্রতি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারের দৃষ্টিগোচর হলে সবার টনক নড়ে। তিনি ওই চার শিক্ষককে তাদের উত্তোলিত অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিলে তারা গত জুলাই মাস থেকে বেতন ভাতাদি উত্তোলন থেকে বিরত রয়েছেন। ফলে এ বিষয়টি নিয়ে এক জটিল অবস্থার সৃষ্টি হয়েছে।

 

সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৩ খ্রিষ্টাব্দে বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারীকরণ করা হলে সাদুল্যাপুর উপজেলার আরাজী তরফ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোস্তাফিজুর রহমান, মধ্য কিসামত দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লুৎফর রহমান, চকনদী প্রাথমিক বিদ্যালয়ের সাইফুর রহমান ও তরফবাজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদেকুল ইসলাম সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত হন। কিন্তু ওই চার সহকারী শিক্ষক স্থানীয় শিক্ষা বিভাগের যোগসাজশে ২০১৪ সাল থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বেতন ভাতাদি উত্তোলন করে আসছিলেন। বিষয়টি গত জুলাই মাসে বর্তমান উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফীর কাছে ধরা পড়ে। তিনি সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত হওয়া সত্ত্বেও কেন তারা প্রধান শিক্ষক হিসেবে বেতন ভাতাদি নিচ্ছেন- এ মর্মে গত জুলাই মাসে তাদের নামে পত্র দেন। তিনি উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ারও নির্দেশ দেন। এতেও ওই চার শিক্ষকের টনক না নড়লে তাদের বেতনভাতাদি গত জুলাই মাস থেকে স্থগিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মধ্য কিসামত দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান জানান, ম্যানেজিং কমিটি (এমএমসি) জাতীয়করণকালে তাকে প্রধান শিক্ষক হিসেবেই নিয়োগ দেন। তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার সেটি অনুমোদনও দেন। সেই থেকে তিনি প্রধান শিক্ষক হিসেবে বেতনভাতাদি উত্তোলন করছেন। এতে তার কোনো অপরাধ আছে বলে তিনি মনে করেন না।

বাংলাদেশের সবাই এক পরিবার: প্রধান উপদেষ্টা - dainik shiksha বাংলাদেশের সবাই এক পরিবার: প্রধান উপদেষ্টা ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন অক্টোবরে - dainik shiksha ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন অক্টোবরে ১৫ আগস্টের ছুটি বাতিল - dainik shiksha ১৫ আগস্টের ছুটি বাতিল জীবন বিপন্ন হতে পারে, এমন অনেককেই আশ্রয় দিয়েছি: সেনাপ্রধান - dainik shiksha জীবন বিপন্ন হতে পারে, এমন অনেককেই আশ্রয় দিয়েছি: সেনাপ্রধান ইএফটিতে শিক্ষকদের অবসর-কল্যাণ ভাতা ৩০ সেপ্টেম্বরের মধ্যে - dainik shiksha ইএফটিতে শিক্ষকদের অবসর-কল্যাণ ভাতা ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সপ্তাহেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল - dainik shiksha এই সপ্তাহেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেফতার - dainik shiksha সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেফতার বুধবার খুলছে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha বুধবার খুলছে সব প্রাথমিক বিদ্যালয় সচিবের সুস্থ ছেলে ঢাবিতে পড়েছেন প্রতিবন্ধী কোটায় - dainik shiksha সচিবের সুস্থ ছেলে ঢাবিতে পড়েছেন প্রতিবন্ধী কোটায় মাদরাসা শিক্ষকদের বেতন তুলতে নতুন করণীয় - dainik shiksha মাদরাসা শিক্ষকদের বেতন তুলতে নতুন করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0058889389038086