দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের সাময়িক বহিষ্কৃত ও আলোচিত উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অভিযোগ, আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪৭টি ব্যাংক হিসাবে ৭ কোটি ২৬ লাখ টাকার সন্দেহভাজন লেনদেন করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্পদের হিসাব চেয়ে নোটিশের প্রেক্ষিতে আতিকুর রহমান খান ২০২২ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন।
আরো পড়ুন : আইডিয়াল স্কুলের কর্মচারী সেই আতিকের বিরুদ্ধে তদন্ত শুরু
তাই মামলার এজাহারে ওই অর্থের অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করার ছদ্মাবরণে মালিকানা নিয়ন্ত্রণ করার অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।