শিক্ষার মানোন্নয়নে অভিভাবক মোটিভেশনকে গুরুত্ব দিয়ে চলছে টাঙ্গাইলের কালিহাতির লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ। এ মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে অভিভাবক মোটিভেশন সভা। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ জন অভিভাবক উপস্থিত থাকেন এই সভায়।
এই বিশেষ উদ্যোগের বিষয়ে একাধিক অভিভাবক বলেন, এখানে প্রতিমাসে মা সমাবেশ হয়। কিন্তু মা সমাবেশে এতো অভিভাবকদের ভিড়ে নিজের সমস্যা নিয়ে কথা বলার সুযোগ হয় না বা নিজেরও বলতে দ্বিধা হয়েছে। কিন্তু এই সভায় অল্প কিছু অভিভাবকদের মাঝে এতো কাছ থেকে অধ্যক্ষ সাহেবকে আমরা সমস্যার কথা বলতে পারছি। এতে আমাদের করণীয় বিষয় বুঝতে সুবিধা হচ্ছে। নিজের ভুলটাও বুঝতে ও জানতে পারছি।
এ বিষয়ে লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ শাহজাহান কবির বলেন, আমরা সব সময় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকি। কিছুদিন ধরে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম লক্ষ্য করেছি। তখন আমরা এই বিশেষ উদ্যোগ গ্রহণ করি। এই উদ্যোগে আমরা সফল হয়েছি। এই উদ্যোগে অভিভাবকগণ খুব খুশি। নিজের সন্তানের সমস্যা খুব কাছ থেকে বলতে পারছেন। কিন্তু মা সমাবেশে অনেকেই তা বলতে পারেন না।
তিনি আরো বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ক্লাস নেয়ার পর মাসিক কিছু ক্লাস কলেজের শিক্ষকরাই নিয়ে থাকেন। যাতে বাইরে কোচিং করার প্রয়োজন না হয়। এতে করে অভিভাবকদের কোচিংয়ের জন্য আলাদা টাকা দিতে হয় না। আর শিক্ষকরা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। বাড়তি ক্লাস করানোর জন্য অভিভাবক মহল থেকে বেশ সাড়া পাওয়া যায়। কারণ মাদকের ভয়াল থাবা শুধু শহরে নয়, গ্রামেও বেশি। সেদিক থেকে বাড়তি ক্লাস দিয়ে তাদের পড়ামুখী রাখার চেষ্টা করা। এতে অভিভাবক খুব খুশি এবং নিশ্চিত থাকেন।
উল্লেখ্য, ১৫ জন শিক্ষকদের নিয়ে ২০০৫ খ্রিষ্টাব্দে এই কলেজ প্রতিষ্ঠা করা হয়। ২০১৯ খ্রিষ্টাব্দে এমপিওভুক্তি হয় প্রতিষ্ঠানটি। বর্তমানে ৩২ জন স্টাফ নিয়ে চলছে কলেজটি।