আন্তর্জাতিক র্যাংকিং ব্যবস্থার আদলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অভ্যন্তরীণ র্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করতে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর আগে অভ্যন্তরীণ র্যাংকিং ব্যবস্থা চালুর কথা জানিয়েছিল উচ্চশিক্ষার মানদণ্ড নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল। কমিশনের ৪৮তম বার্ষিক প্রতিবেদনে উচ্চশিক্ষার মান উন্নয়নে ১৭টি সুপারিশ করেছে ইউজিসি। এই সুপারিশগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়ম বন্ধে ইউজিসির বিচারিক ক্ষমতা বৃদ্ধি, উপাচার্য নিয়োগে নীতিমালা প্রণয়ন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বয়স ও সময়ের বাধ্যবাধকতা শিথিল করাসহ অভ্যন্তরীণ র্যাংকিং ব্যবস্থা চালুর কথা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির হাতে তুলে দেয়া হবে এ বার্ষিক প্রতিবেদন।
ইউজিসির সুপারিশে বলা হয়েছে, টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবন নিয়ে এগিয়ে আসতে হবে। গুণগত ও মানসম্মত আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়সমূহের র্যাংকিং করা প্রয়োজন।
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক র্যাংকিং ব্যবস্থার আদলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অভ্যন্তরীণ র্যাংকিং ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। অভ্যন্তরীণ র্যাংকিং ব্যবস্থা চালু হলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের একটি প্রতিযোগিতা তৈরি হবে।