জাতীয় শিক্ষা সপ্তাহে যশোরের অভয়নগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেণিশিক্ষক, শিক্ষার্থী, স্কাউটসহ ১৭টি বিষয়ে একই স্কুলের শিক্ষার্থীরা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান একই স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোহাম্মদ তাজমিনুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষার্থী ১০ম শ্রেণির লামিয়া জামান, শ্রেষ্ঠ স্কাউট ১০ম শ্রেণির রায়হান মোল্যা।
‘ক’ গ্রপের হামদ-নাতে শ্রেষ্ঠ ৮ম শ্রেণির বি এম তানভীর হোসেন, নজরুল সংগীতে শ্রেষ্ঠ ৮ম শ্রেণির নিদ্রা বিশ্বাস, উচ্চাঙ্গ সংগীতে শ্রেষ্ঠ ৭ম শ্রেণির অংকিতা বাউয়ালী, নির্ধারিত বক্তব্যে শ্রেষ্ঠ ৭ম শ্রেণির ফারিহা মোহসিনা, উচ্চাঙ্গ নৃত্যে শ্রেষ্ঠ ৮ম শ্রেণির ঐশি রানী রায়, তাৎক্ষনিক অভিনয়ে শ্রেষ্ঠ ৭ম শ্রেণির ওসিউজ্জামান উচ্ছ্বাস।
‘খ’ গ্রুপের বাংলা রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় শ্রেষ্ঠ ১০ম শ্রেণির লামিয়া জামান, ইংরেজী রচনায় শ্রেষ্ঠ ৯ম শ্রেণির আনিশা ইসলাম, কবিতা আবৃত্তি ও নির্ধারিত বক্তব্যে শ্রেষ্ঠ ১০ম শ্রেণির প্রিয়ন্তী বিশ্বাস, নজরুল ও উচ্চাঙ্গ সংগীতে শ্রেষ্ঠ ১০ম শ্রেণির অর্পিতা রায় ঐশি, জারিগানে শ্রেষ্ঠ ১০ম শ্রেণির সামিয়া সুলতানা ও তার দল, উচ্চাঙ্গ ও লোকনৃত্যে শ্রেষ্ঠ ৯ম শ্রেণির আদৃতা মন্ডল, তাৎক্ষনিক অভিনয়ে শ্রেষ্ঠ ১০ম শ্রেণির শ্রেয়শী সুচি।
এই শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল হোসেন বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।