আগামী বছর মাধ্যমিকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে ডিসেম্বরে। আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন। এ মুহূর্তে চলছে প্রশিক্ষকদের প্রশিক্ষণ।
সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি সঙ্গে ঢাকা অঞ্চলের প্রধান শিক্ষকদের ভার্চুয়াল সভায় এ বিষয়ে জানানো হয়। সভায় অংশ নেয়া একাধিক প্রধান শিক্ষক বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়। তিন ব্যাচে জেলা পর্যায়ের প্রশিক্ষকরা প্রশিক্ষণ পাচ্ছেন। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ বুধবার থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ১ হাজার ৪৭০ জন শিক্ষক-একাডেমিক সুপারভাইজার জেলা পর্যায়ের প্রশিক্ষক হতে প্রশিক্ষণ নিচ্ছেন।
ঢাকা অঞ্চলের কয়েকজন প্রধান শিক্ষক জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ভার্চুয়াল সভায় জানানো হয়েছে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ পাবেন। আর আগামী নভেম্বর মাসের শুরু থেকে উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
এর আগে দৈনিক শিক্ষাডটকমের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছিলেন, ২০২৪ খ্রিষ্টাব্দে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আগেই সংশ্লিষ্ট সব শিক্ষক প্রশিক্ষণের আওতায় আসবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।