প্রিয় শিক্ষক-শিক্ষার্থী,
আপনারা ইতিমধ্যে জেনেছেন নতুন শিক্ষাক্রমের অষ্টম ও নবম শ্রেণির ইংরেজি বইয়ে নতুন অনেক বিষয় যুক্ত হয়েছে। বইগুলো কিভাবে পড়ানো যায়, বিভিন্ন একটিভিটি কতটা ফলপ্রসূ করা যায় তা নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম-এর গবেষণা টিম। এই টিমের প্রধান হিসেবে রয়েছেন ক্যাডেট কলেজ ও রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিষয়ের সাবেক অধ্যাপক মাছুম বিল্লাহ।
আজ শনিবার ২৪ ফেব্রুয়ারি সকাল দশটায় দৈনিক শিক্ষাডটকম-এর মগবাজার স্টুডিওতে ‘শিক্ষাবৈঠকী’। এতে সশরীরে অংশ নেবেন সরকারি-বেসরকারি হাইস্কুলের প্রায় ৫০ জন ইংরেজি শিক্ষক। পুরো আলোচনা লাইভেও দেখতে পাবেন। সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীকে এতে অংশ নিয়ে প্রশ্ন করতে পারবেন।
লাইভে অংশ নিতে ক্লিক করুন: দৈনিক শিক্ষাডটকম ফেসবুক পেইজ, দৈনিক আমাদের বার্তার ফেসবুক পেইজ, দৈনিক শিক্ষাডটকম ইউটিউব ও আমাদের বার্তা ইউটিউবে।