নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে নড়াইলের লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে এসে শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় লোহাগড়ার দুঃস্থ ও অসহায় ৩ হাজার পরিবারের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ ছাড়াও ক্যাম্পের পাশে এক মাদরাসা মাঠে ৫৫ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। এখানে সেনাবাহিনী ১১ জন অভিজ্ঞ ডাক্তার রোগীর চিকিৎসা সেবা প্রদান করা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
এ সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, চিফ কনসালটেন্ট জেনারেল মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, এবং জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করতে এসেছি। ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করতে পেরে ভালো লাগলো। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সেবা অব্যাহত থাকবে।