কুড়িগ্রামের রৌমারীর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা শাহার আলীকে ২ লাখ টাকা অনুদানের দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে তাঁর হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ বি এম সারোয়ার রাব্বি, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) সোহেল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কাদের, বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক, রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রাসহ অনেকে।
এ আগে রৌমারী উপজেলা পরিদর্শনে আসা প্রধামন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার মাধ্যমে অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা শাহার আলী একটি আবেদন প্রধানমন্ত্রীর কাছে দিয়েছিলেন। সে আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিল থেকে তাঁকে ২ লাখ টাকার চেক পাঠানো হয়।