আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কোনো পরাশক্তি নেই নির্বাচন প্রতিহত করার। যদি কেউ প্রতিহত করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই দেবে। সেজন্য সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খুনি-দুর্নীতিবাজ লুটেরা ওই বিএনপি-জায়ামাতের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কোনোভাবেই স্বাধীনতা বিরোধীদের হাতে দেশকে ছেড়ে দেয়া যাবে না।
সোমবার বিকেলে সাতক্ষীরা শহরের টিপিআই মাঠে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্ব আলোচনায়, বিশ্বের রোলমডেল ঠিক তখনই স্যাংশন নাটক শুরু হয়েছে। এই স্যাংশন নাটকের অবসন হলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
বাহাউদ্দিন নাছিম আরো বলেন, যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে। ষড়যন্ত্রের জন্য বিএনপি-জামায়াতের রাজনীতি ব্যর্থ হয়েছে। আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ আর দুর্নীতির জন্য বাংলাদেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এ কারণে জনগণ তাদের ভোট দেবে না জেনে বিদেশি বন্ধুদের হাতে-পায়ে ধরে ভোট বানচাল করার ষড়যন্ত্র করছে।
সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েমসহ অনেকে।