দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার আইএসইউ’র মেইন বিল্ডিং-এ সকাল থেকে বিকেল পর্যন্ত থ্যালাসেমিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা বলেন, নিয়মিত রক্তদানে অভ্যস্ত মানুষের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, হার্টের রোগের ঝুঁকি কমে যায়। তারা সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
এ আয়োজনে বেশ কিছু ফ্রি টেস্ট চেকআপ করা হয়। একই সঙ্গে আরো থাকে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ডোনার কার্ড। পরবর্তী সময়ে যেকোনো সময় ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হলে এই কার্ডটি ব্যবহার করে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন থেকে রক্ত পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা থাকবে।