আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
রোববার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিন ইয়ামিন মোল্লা বলেন, বিএনপি নির্বাচনে জেতার জন্যই আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। কিন্তু জনগণ এটি হতে দেবে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনাও করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে জাতীয় পার্টি কাজ করছে। এ সময় ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধেরও দাবি জানান ছাত্র অধিকার পরিষদের এই সভাপতি।
প্রসঙ্গত, শনিবার (২ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। দেশে অযথা ইস্যু তৈরি করে অসহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।