কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য আকামা নবায়নে নতুন আইন চালু করেছে দেশটির সরকার। এখন থেকে বিদ্যুৎ বিল, পানির বিল কিংবা পোস্ট অফিসসহ সরকারি যেকোনো বিল বকেয়া থাকলে অভিবাসীরা আকামা নবায়ন করতে পারবেন না।
গেল ১০ সেপ্টেম্বর থেকে নতুন এই আইন কার্যকর হয়েছে। তবে আইনটি সম্পর্কে জানা না থাকার কারণে আকামা নবায়ন করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক প্রবাসী।
এর আগে ১ সেপ্টেম্বর থেকে আরেকটি আইন কার্যকর করে কুয়েত সরকার। যেখানে বিদ্যুৎ বিল, পানির বিল কিংবা কোনো জরিমানা থাকলে এসব দায় নিষ্পত্তি করা ছাড়া কোনো প্রবাসী কুয়েত ত্যাগ করার অনুমতি পাচ্ছেন না।
এছাড়া চলতি বছরের ১৯ আগষ্ট থেকে কোনো প্রবাসীকে ট্রাফিক জরিমানা পরিশোধ করা ব্যতীত কুয়েত ত্যাগের অনুমতি দেয়া হচ্ছে না। এসব আইন কার্যকর করার পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র বিদ্যুতের বকেয়া বিল বাবদ সাত লাখ দিনার আদায় করা হয়েছে বিভিন্ন দেশের অভিবাসীদের কাছ থেকে।
এদিকে কুয়েতে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের তথ্য সংশোধন নিয়ে সম্প্রতি নতুন নির্দেশনা দেয়া হয়েছে।
নাম, জন্ম তারিখ বা জাতীয়তা সম্পর্কিত ওয়ার্ক পারমিটের কোনো তথ্য সংশোধন নিষিদ্ধ করেছে দেশটির মানবসম্পদ বিভাগ ‘পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার’। সংশোধন করলে বাতিল হতে পারে ভিসা।
পাসপোর্টের নামে সমস্যা বা জন্ম তারিখের গড়মিলের মতো যেকোনো তথ্য সংশোধন করে সেই অনুযায়ী কুয়েত স্থানীয় প্রশাসনের নিয়ম মেনে অনেকে তথ্য আপডেট তথা হালনাগাদ করেছেন। তবে ভবিষ্যতে ওয়ার্ক পারমিটে সরাসরি এই তথ্যগুলো পরিবর্তন করা নিষিদ্ধ করেছে দেশটির প্রশাসন।