আগামী বছর অর্থাৎ ২০২৪ খ্রিষ্টাব্দে দাখিল পরীক্ষায় অংশ নিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। ইতোমধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হলেও বদপড়া শিক্ষার্থীদের মানবিক বিবেচনায় রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। বাদপড়া শিক্ষার্থী ২২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ টিটি স্লিপ প্রিন্ট করে জমা দিতে পারবেন। আর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণ (ইএসআইএফ) করে জমা দিতে পারবেন। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বোর্ড বলছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে (দাখিল পরীক্ষা-২০২৪) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ইতোপূর্বে শেষ হয়েছে। মাদরাসা প্রধান ও রেজিস্ট্রেশনে বাদ পড়া শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হলো।
বোর্ড জানিয়েছে, বিলম্ব ফিসহ টিটি স্লিপের প্রিন্ট এবং জমা দেয়া যাবে ২২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি। আর ফি জমা দেয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর ছবিসহ শিক্ষার্থীদের ইএসআইএফ পূরণ করা যাবে। পূরণকৃত ইএসআইএফ ফাইনাল সাবমিট করা যাবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
বোর্ড আরও জানিয়েছে, এ তারিখের পর বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ না হলে দায় মাদরাসা প্রধানকে নিতে হবে।
জানা গেছে, দাখিল ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, বর্ধিত সময়ে রেজিস্ট্রেশনে শিক্ষার্থীদের অতিরিক্ত ৫০ টাকা বিলম্ব ফি দিতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।