প্রক্রিয়াধীন নিয়োগ পরীক্ষা আগের নিয়মে নেয়ার দাবি জানিয়েছে মাদরাসার গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাকারিকরা। এ দাবি পূরণ না হলে সকাল- সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করা হবে তারা।
মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে সড়কে গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
চাকরি প্রত্যাশীরা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) আলোকে সারা দেশের বিভিন্ন মাদরাসায় নবসৃষ্ট পদ গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদের নিয়োগ সচিবের মৌখিক নির্দেশনায় দীর্ঘ ৬ মাস বন্ধ রেখে ২০২১ খ্রিষ্টাব্দের ১৮ জুলাই অফিস আদেশ জারি করা হয়েছে, এই অফিস আদেশ জারির আগে সচিবের মৌখিক নির্দেশনায় দীর্ঘদিন বন্ধ থাকা চাকরি প্রত্যাশীদের আবেদন করা প্রক্রিয়াধীন নিয়োগ পরীক্ষা আগের নিয়মে শেষ করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো। এবং দাবি মেনে না নেয়া হলে, আগামীকাল বুধবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, প্রধান সমন্বয়ক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি খান সাইফুল ইসলাম, সমন্বয়ক মাজহারুল ইসলাম, সমন্বয়ক ওলিউর রহমান, সমন্বয়ক আশিকুর রহমান, সমন্বয়ক আবু ইউসুফ আনসারী, সমন্বয়ক মাওলানা মুজিবুর রহমান ক্বাদরী, সমন্বয়ক মাওলানা বেলাল হোসাইন, সমন্বয়ক মাওলানা রেজাউল করিম, সমন্বয়ক মোস্তফা কামাল, সমন্বয়ক আমির হোসেন, সমন্বয়ক আবু জাফর, সমন্বয়ক শফিকুল ইসলাম, সমন্বয়ক দৌলত খান, সমন্বয়ক ইকবাল হোসেন, সমন্বয়ক কেফায়েত উল্লাহ আরিফ এবং নারী চাকরি প্রত্যাশীরাসহ আরো অনেকে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।