আগের পেনশন সুবিধা বহালের দাবি ঢাবি কর্মচারী ঐক্য পরিষদের - দৈনিকশিক্ষা

আগের পেনশন সুবিধা বহালের দাবি ঢাবি কর্মচারী ঐক্য পরিষদের

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি |

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি: বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। এই প্রজ্ঞাপন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাদর্শনের প্রতি চরম অবমাননা প্রদর্শনের শামিল বলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা মনে করেন। তাছাড়া, তাদের দাবি পূরণ না হলে ফের আন্দোলন করা বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।  

সোমবার (৬ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় আগের পেনশন স্কিম চালু ও সর্বজনীন পেনশন বাতিলের দাবি জানান।

বক্তারা বলেন, আমরা রুটি রুজির জন্য, ক্ষুধা নিবারণের জন্য এখানে এসেছি। এখানে আমাদের বাধা দিলে, আমাদের পেটে ভাত না থাকলে আমরা কাউকে ছাড় দেবো না। আমাদের বস্ত্র, বাসস্থান না দিলে আমরা ন্যায্য দাবি আদায় করে নেবো। আমরা বলতে চাই, আমাদের মত গরিবদের পেটে লাথি দিবেন না। হঠাৎ করেই এমন একটি প্রজ্ঞাপন জারির ফলে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে।  

চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নেতা মোহাম্মদ শাহজাহান বলেন, এই বৈষম্যমূলক পেনশন, যা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে তা বাতিল করে পূর্বের পেনশন চালু রাখার জন অর্থ মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ জানাই। ঢাবি নেতৃবৃন্দকে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু কর্মচারীদের স্বতন্ত্র পে স্কেল দেওয়ার কথা বলেছিলেন। তিনি জীবিত থাকলে ১৬ আগস্ট কর্মচারীরা স্বতন্ত্র পে স্কেল পেতো। তাই আপনারা এটা পুনরায় বিবেচনা করে দেখবেন। বঙ্গবন্ধুর চাওয়াকে আপনারা পূর্ণ করবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবেন।  

চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. মোবারক হোসেন বলেন, আমাদের উপর আরোপিত সার্বজনীন পেনশন বাতিল কররে পূর্বের পেনশন পুনরায় চালু করতে হবে। দীর্ঘদিন ধরে আমরা এই সুবিধা পেয়ে আসছি কিন্তু এখন আমাদের সুবিধাবঞ্চিত করা হচ্ছে। আমাদের জন্য কেন এই বৈষম্য? তাই আমরা সবাই একত্রিত হয় এই বৈষম্যের প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, আমরা সরকারের বিরুদ্ধে নয় আমরা পেটের দায়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি শেখ মোহাম্মদ সরোয়ার মোর্শেদ বলেন, এক দেশে দুই নীতি আমরা মানি না। ঢাবি পরিবার মনে করে আমি খাবো আমার পাশের মানুষ খেতে পারবে না সেটা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ই একমাত্র প্রতিষ্ঠান যেখানের চতুর্থ শ্রেণির কর্মচারীর অনেকেই মাস্টার্স পাশ। যেখানে বিসিএসে সিজিপিএ চাওয়া হয় ২.৫০ সেখানে আমাদের কর্মচারী নিয়োগে চাওয়া হয় ২.৭৫ সিজিপিএ। সুতরাং আমাদের কর্মচারীরা মেধায়ও অনেক এগিয়ে রয়েছে। তাই আমাদের উপর আর বৈষম্য না করে আমাদের দাবি মেনে নিয়ে পূর্বের পেনশন স্কিম চালু করুন এবং ৯ম পে স্কেল চালু করুন।

কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে কারিগরি কর্মচারী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুস সোবহান মানিক, কারিগরি সমিতির সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ, কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হান্নানসহ অনেকেই বক্তব্য দেন।

 

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033199787139893