আজ ১৭ মে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের (ডাব্লিউএইচএল) সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ২০০৬ সাল থেকে ১৭ মে দিবসটি পালন করে আসছে। এবছরও জনসচেতনতায় এ দিবসকে ঘিরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’।
চিকিৎসকরা জানান, ২০২২ সালে জনসংখ্যার ২১ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিল, অর্থাৎ প্রতি পাঁচজনে একজন রোগী। কিন্তু প্রকোপ বাড়ছে। নতুন পরিসংখ্যানে আক্রান্ত প্রায় ২৪ শতাংশ। সরকার নিবন্ধিত রোগীর সংখ্যা দেড় লাখের ওপরে। বাকিরা সরকারি চিকিৎসার বাইরে।
ডা. শামীম জুবায়ের বলেন, ২০২২ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে যত লোক মারা যায়, তার ৭০ শতাংশ মারা যায় অসংক্রামক রোগে। এই ৭০ শতাংশের মধ্যে ৩৪ শতাংশ মারা যায় হৃদরোগজনিত কারণে। এই ৩৪ শতাংশের মৃত্যুর প্রধান কারণ উচ্চ রক্তচাপ। তার মানে মৃত্যুর একটা বিশাল অংশ মারা যাচ্ছে উচ্চ রক্তচাপের কারণে। উচ্চ রক্তচাপ নির্ণয় না করার কারণে এরা জানতেও পারছে না তারা রোগটিতে আক্রান্ত।