বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এ বছরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে। এবার এ কলেজ থেকে ২ হাজার ৪০৩ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাস করেছেন। সর্বমোট ২ হাজার ২৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছে।
বুধবার ফল প্রকাশের দিন কলেজ ক্যাম্পাসে উৎফুল্ল শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষা-শৃঙ্খলা-নৈতিকতা এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকামণ্ডলীর আন্তরিক সহযোগিতা ও নিবিড় তত্ত্বাবধান এ সাফল্যের মূল প্রেরণা হিসেবে কাজ করছে।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কলেজগুলোর মধ্যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ মোট পাঁচবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ এবং স্নাতক, স্নাতকোত্তর ও বিবিএ পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্স র্যাংকিংয়ে ঢাকা অঞ্চলে তিনবার সেরা দশে স্থান পেয়েছে। কলেজটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা এই মূলমন্ত্রের আলোকে প্রতিটি শিক্ষার্থীকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করে ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ কলেজের লক্ষ্য।