আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসের প্রাণকেন্দ্রে অবস্থিত। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা- এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আর্দশ নাগরিক হিসেবে গড়ে তোলাই এই কলেজের মূল লক্ষ্য। আদমজী ক্যান্টনমেন্ট কলেজটি ১৯৬০ খ্রিষ্টাব্দে পাকিস্তানের শিল্পপতি গুল মোহাম্মদ আদমজী প্রতিষ্ঠা করেন ইংল্যান্ডের নামকরা প্রতিষ্ঠান ‘ইটন’ এবং ‘হ্যারো’র আদলে।
অধ্যক্ষের উপদেশমূলক বক্তব্যে শিক্ষার্থীদের মেধা-মনন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ক্লাব অন্যতম ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন। এছাড়া তিনি কলেজের রোভার স্কাউট ক্লাব সামাজিক কর্মকাণ্ডে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে দেশের সম্মান বয়ে আনবে বলেও আশা ব্যক্ত করেন।
কলেজের রোভার স্কাউট ক্লাব মডারেটর কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক কে, এম, সাকিব বলেন, স্কাউট একটি আন্দোলন হলেও একে শিক্ষার্থীরা তাদের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবেও গ্রহণ করতে পারে।