দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : দীর্ঘ টানাপোড়েনের পর বিশ্বভারতীর বিতর্কিত জমি মামলায় জয় পেয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বুধবার জমি বিবাদ মামলায় অমর্ত্য সেনের পক্ষে রায় দেন সিউড়ি জেলা আদালত।
একই সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নোটিশ খারিজ করে আদালত জানান, গোটা বিষয়টি পরিকল্পনা মাফিক। এটি অমর্ত্য সেনকে হেনস্তার চেষ্টায় করা হয়েছে।
বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা অর্মত্য সেন দখল করে আছেন, এমন অভিযোগ তুলে ‘এভিকশন অর্ডার’ বা উচ্ছেদের নির্দেশ সম্বলিত নোটিশ জারি করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। যা নিয়ে রাজ্য রাজনীতি তপ্ত হয়ে ওঠে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। বুধবার সেই নোটিশ খারিজ করার আবেদন জানিয়ে সিউড়ি জেলা জজের এজলাসে যান অমর্ত্যের আইনজীবী। সেই মামলায় বিশ্বভারতীর ‘এভিকশন অর্ডার’কে বাতিল করে দিয়েছেন আদালত। এর ফলে কার্যত জমি মামলায় অমর্ত্য সেনের জয় হয়েছে বলে জানান, তার আইনজীবীরা।
অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী বলেন, আদালত বিশ্বভারতীর দাবি খারিজ করেছেন। গোটা ঘটনাটি পরিকল্পনা মাফিক, এ ঘটনাটি পক্ষপাতমূলক বলেও জানিয়েছেন আদালত।