১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০২২) বাংলাদেশ দল চারটি ব্রোঞ্জপদক পেয়েছে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় ২ থেকে ১২ ডিসেম্বর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০টি দেশের অনূর্ধ্ব-১৬ বয়সীরা অংশ নেয়। ছয় সদস্যের বাংলাদেশ দলের চারজন পদক পেয়েছে।
করোনা অতিমারির পর এবারই প্রথম সরাসরি আইজেএসও অনুষ্ঠিত হলো।
বাংলাদেশের পদকজয়ীরা হলো খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এস এম আবদুল ফাত্তাহ ও কাজী নাদিদ হোসেন, ঢাকার উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আজমাঈন আদিব এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. নাফিজ নূর। ৪০ দেশের শিক্ষার্থীদের সঙ্গে তারা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ গৌরব অর্জন করেছে।
এর আগে গত সাত বছরে বাংলাদেশ দল ১২টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জপদক অর্জন করেছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।