দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীসহ আন্তর্জাতিক ছাত্রদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফএসিডি-ক্যাব)। একই সঙ্গে সংগঠনটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা দ্রুত নিশ্চিত করতে কিরগিজস্তানের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী কেন্দিরবায়েভা ডগদুরকুল শর্শেভনার কাছে চিঠি পাঠিয়েছে।
ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কাজী ফরিদুল হক হ্যাপী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘কিরগিজস্তানে মেডিক্যাল ইউনিভার্সিটি হোস্টেলে বসবাসকারী ছাত্রদের লক্ষ্য করে গত ১৭ ও ১৮ মে যে সহিংসতা হয়েছিল তাতে আমরা উদ্বিগ্ন। সাম্প্রতিক সহিংসতা বর্তমান এবং সম্ভাব্য ছাত্র এবং তাদের পরিবারের মধ্যে ভয় এবং অনিশ্চয়তার বোধ তৈরি করেছে। ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের সামিয়া কবিরের মতো বাংলাদেশি ছাত্রদের দেওয়া রিপোর্টে আমরা বিশেষভাবে ব্যথিত, যারা তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকির সম্মুখীন হয়েছে।’
রোববার পাঠানো চিঠিতে কাজী ফরিদুল হক আরো বলেন, প্রতিটি মেধাবী শিক্ষার্থী তাদের পরিবার দেশ ও বিশ্বের সম্পদ। তাই তাদের উচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য উপযুক্ত পরিবেশ প্রদানের দায়িত্ব আমাদের সবার।