মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।
তাদের দাবি, নিহত হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের একজন শিক্ষক। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে গত ১৭ জুলাই শিক্ষক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময়ে ওই শিক্ষক আহত হয়েছিলেন।
তবে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি-বিটিএ এর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ অবস্থান স্থলে নিজের স্মার্ট ফোনে একটি ছবি ও ফেসবুক পোস্ট দেখিয়ে বলেন, বিটিএ নোয়াখালী কমিটির মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ফেসবুক পেজের পোস্ট অনুযায়ী, নিহতের নাম অহিদ আহম্মদ। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের এ কে জি ছায়েদুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আন্দোলনে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়ি যাওয়ার পর গতরাতে ইন্তেকাল করেন।
তবে নিহত শিক্ষক ১৭ জুলাই পুলিশের ধাওয়ার সময়ে আহত হয়েছিলেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বলেন, ওই শিক্ষকের সহকর্মীরা নিশ্চিত করেছেন যে, তিনি পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছিলেন। অসুস্থ বোধ করায় তিনি বাড়ী ফিরে গিয়ে হাসপাতালেও চিকিৎসা নেন। এরপর আর সুস্থ হতে পারেননি। শুনেছি তার হাইপ্রেসার ছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।