আন্তর্জাতিক ক্রিকেটকে আকস্মিক বিদায় বলেছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার পরদিন বিদায়ের ঘোষণা দেন তিনি।
এরপর টিম হোটেলও ছেড়েছেন তামিম। তার জায়গায় সফরকারী আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লিটন দাস।
বিসিবি এক মিডিয়া বার্তায় শুক্রবার লিটনকে দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (৮ জুলাই) ও মঙ্গলবারের (১১ জুলাই) ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এই ডানহাতি ওপেনার।
বিসিবি জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ালটন ওডিআই সিরিজের বাকি ম্যাচে লিটন দাসকে অধিনায়ক ঘোষণা করছে বিসিবি। বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।
তামিমের অবসরের পর বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান যে, সহ-অধিনায়ক যে আছে তিনিই বাকি দুই ম্যাচের অধিনায়ক হবে।
পরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিমকে তারা এখনও অধিনায়ক মানেন। এখনই তারা স্থায়ী কোন অধিনায়ক দেবেন না। তামিমের ফেরার অপেক্ষা করবেন। সিরিজের বাকি দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক লিটন।