রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে সাম্মানিক শিক্ষক হলেন ফেরদৌসী মজুমদার। গত ২৮ নভেম্বর একটি ক্লাসও নিয়েছেন এই অভিনেত্রী। একুশে পদক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মঞ্চ ও টেলিভিশনের এই অভিনেত্রী বলেন, ‘আমাকে তাঁরা নাট্যকলা বিভাগে ক্লাস নেওয়ার কথা বলেছেন। আমি বলেছি, সময় পেলে, শরীর সুস্থ থাকলে মাঝেমধ্যে ক্লাস নেব।’ তিনি আরও বলেন, ‘থিয়েটারের অভিজ্ঞতা, আমার জীবন—এসব নিয়ে আড়াই ঘণ্টার একটা ক্লাস নিয়েছি। ছেলেমেয়েরা এত আগ্রহী হয়ে আমার কথা শুনেছে, খুব ভালো লেগেছে। ছেলেমেয়েদের আগ্রহের কারণেই ইচ্ছা আছে মাঝেমধ্যে ক্লাস নেব।’
এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়টি একেবারে পারফর্মিং আর্টস–প্রধান। এখানে আছে সংগীত বিভাগ, নাট্য বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডিজাইন বিভাগ। সাম্মানিক শিক্ষক হিসেবে নাট্যকলা বিভাগে জড়িত আছেন রামেন্দু মজুমদার, তারিক আনাম খান। তাঁরা আগে বিভিন্ন সময়ে ক্লাস নিয়েছেন। এই বিভাগে এবার যুক্ত হলেন ফেরদৌসী মজুমদার। এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা এবং তাঁদের অনুপ্রাণিত করবে।’