প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে যান।
এ সময় উপদেষ্টা শহীদ আবু সাঈদের বাবা মায়ের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমরা শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি, আপনাদের দুঃখের ভাগ শেয়ার করার জন্য এসেছি। কোনো কিছুর বিনিময়ে শহীদ আবু সাঈদের ক্ষতি পূরণ হবার নয়।
উপদেষ্টা শহীদ আবু সাঈদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে সরকারি সহায়তার আশ্বাস দেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।