বরগুনার আমতলী-তালতলী উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছে সেখানকার শিক্ষকরা।
শনিবার (২৬ আগস্ট) আমতলী একে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সভাতে এই দাবি জানান তারা। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
আমতলী উপজেলা শিক্ষক সমিতির সভায় উপস্থিত ছিলেন ফজলুল হক, শামীম আহম্মেদ, মাহবুবুর রহমান, মহসীন উদ্দিন মোল্লা, মফিজ উদ্দিন ফকির, নাজমুল আহসান, কামরুল আহসান মাসুদ ও আজাহার মোল্লা প্রমুখ। এছাড়া সভায় শতাধিক শিক্ষক অংশ নেয়।
এ সময় শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি জানান তারা।
উল্লেখ্য, সরকার পরিষ্কার করে বলে দিয়েছে দেশে কোনো প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দরকার হলে তা সরকারই করবে। ২০১৮ খ্রিষ্টাব্দে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান পরিষ্কার বলে দিয়েছেন দেশে বৈধভাবে স্থাপিত সব প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হয়েছে। এখন যারা রাজপথে রয়েছেন সেই বিদ্যালয়গুলো অবৈধভাবে স্থাপিত।